ছড়া-কবিতা:: শরতে - নীলেশ নন্দী


শরতে
নীলেশ নন্দী

বর্ষা শেষে মেঘের দলের
নেইকো তাড়া আর,
আকাশে ভেসে তরির মতো
করছে পারাপার,
ছোট্ট খোকন বারান্দাতে
দেখছে বসে চেয়ে,
এমন সময় বুলবুলিটা
আসলো উড়ে ধেয়ে;
বলল, “তুমি দেখবে এসো
আমার পিছু পিছু,
বনেতে কত কাশ ফুটেছে,
পুকুরে শালুক কিছু,
ছোট্ট খোকন দেখল গিয়ে
জুড়োলো তার প্রাণ,
মা আসছেন ক’দিন পরেই
বাতাসে পুজোর ঘ্রাণ।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment