ছড়া-কবিতা:: টাপুরটুপুর বৃষ্টি - শঙ্খশুভ্র পাত্র


টাপুরটুপুর বৃষ্টি
শঙ্খশুভ্র পাত্র

গ্রীষ্ম বিদায়, দৃশ্য মধুর
ঝমঝমাঝম বৃষ্টিতে
মন চাইছে কিচিরমিচির
পাখির মতন শিস দিতে৷

যেই না ভাবা, ওমনি একি
উদ্ভট এক সৃষ্টিতে
ডুবে গেলাম৷ হঠাৎ আলো
কালো মেঘের দৃষ্টিতে৷

এসব কথা লেখা তো নেই
জিওগ্রাফি-হিস্ট্রিতে,
খোঁজ করলেই পাবে তুমি
উপন্যাসে, কিস্তিতে৷

বর্ষা-বাদল বাজায় মাদল,
বজ্র পটু খিস্তিতে,
কটু কথায় লাভ কী বলো
জমবে ভালো ফিস্টিতে৷

গ্রীষ্ম বিদায়, থাকলে দ্বিধায়
মনটি রাখি ইষ্টিতে,
টাপুরটুপুর বৃষ্টি পড়ুক
সংস্কৃতি আর কৃষ্টিতে৷
----------
ছবি - নচিকেতা মাহাত

No comments:

Post a Comment