
সরি
শ্যামাচরণ কর্মকার
এই যে দাদা, চা খাচ্ছেন চুমুক দিয়ে চায়ে
চা-টা কেন পড়ল এসে আমার দুটো পায়ে?
উহ্ কী গরম! যাচ্ছে জ্বলে, ব্যাপার মশাই এ কী?
মরছি আমি যন্ত্রণাতে আক্কেল নেই দেখি!
‘সরি’ দাদা, ইচ্ছে করে করিনি এই ভুল
যাচ্ছি ট্রেনে চায়ের ভাঁড়টা দুলছে দোদুলদুল।
ট্রেন দুলছে, দুলছি আমি, দুলছে
চায়ের ভাঁড়
আপনি বলুন এমন হলে ব্যালান্স থাকে কার?
রাখুন মশাই সাফাই গাওয়া নিচ্ছি না তা মেনে
জেনেবুঝেও কেন চা খান ছুটতে থাকা ট্রেনে?
দু-কান খুলে শুনুন দাদা বলছি কথা পষ্ট -
‘সরি’ বলে ছাড় পেয়ে যান অন্যের হয় কষ্ট।
‘সরি’ কি আর মলম নাকি? ব্যথা কমায় তা
কি?
তবু এটার রমরমাতে সাবধানতা ঢাকি।
কারও চা-টা পড়ছে পায়ে, কেউ দিচ্ছে গুঁতো
পা দেয় কেউ কারোর পায়ে যাচ্ছে ছিঁড়ে জুতো।
লাগছে মাথায় কারও কনুই যাচ্ছে কোথাও ফুলে
হাতের গুঁতোয় চশমা ওড়াই ‘সরি’-র ছুতো তুলে।
‘সরি’-র দোহাই, পাচ্ছি রেহাই হচ্ছে
লোকের ক্ষতি
তবু কেন দিচ্ছি না ধ্যান সাবধানতার প্রতি?
‘সরি’ যেন বলতে না হয় সেটাই দেখুন আগে
বেয়াক্কেলে কাণ্ড দেখে গা জ্বলে যায় রাগে।
শুনব না আর ‘সরি’-র দোহাই করছি হুঁশিয়ার -
দোষ করে কেউ বললে ‘সরি’ মটকে দেব ঘাড়!
----------
ছবি - মেটা এআই
No comments:
Post a Comment