
কিপটে
সুজাতা চ্যাটার্জী
হাবুলের সেজোকাকা, কী ভীষণ কিপটে!
চা পাতাও চুষে খায়, ভালো করে চিপটে।
গিফ্টের ভয়ে কাকা বিয়েবাড়ি যায় না,
ডাল ভাত আলু ছাড়া, আর কিছু খায় না।
ঘড়ি পরে দম দেওয়া, ব্যাটারির বড়ো দাম!
টিকিটের দাম দেখে, গায়ে তার ঝরে ঘাম।
তাই ঘোরে পায়ে হেঁটে, বাসে ট্রেনে চড়ে না,
নিজে কিনে কোনোদিন বই-টই পড়ে না।
খরচের ভয়ে কাকা, বিয়েটাও করেনি,
সেল ছাড়া কোনোদিন, জামা কিনে পরেনি।
একটাই সাধ ছিল, চিরকাল সেজকার,
একখানা বই লিখে, হবে নাম ডাক তার।
সাধ ছিল ভালো করে, লিখে যাবে বইতে,
জমিয়ে রাখতে টাকা, কী কী হবে সইতে।
কিন্তু সে সাধখানা, পুরলো না সেজকার,
ভালো করে লিখতে যে, সময়ের দরকার।
তাই তো হল না লেখা, তাই তো হল না নাম,
ছোটো থেকে শিখেছে সে, সময়ের বড়ো দাম!
----------
ছবি - আন্তর্জাল
হা হা হা, আহা, কেউ যদি শেখাতো, সময় কিভাবে বেচা যায়, তাহলে বড়ো ভালো হোতো। খুব ভালো কবিতা।
ReplyDelete