ছড়া-কবিতা:: দুটি কবিতা - দেবাশিস তেওয়ারী

দুটি কবিতা
দেবাশিস তেওয়ারী

আঁকল কে কে?

শরৎকালে মাতল যে মন
কাশফুলে আর শিউলি ফুলে
মেঘপরিরা হারিয়ে গেছে
দূরের ভাগীরথীর কূলে

অনেকদূরে সন্ধে তখন
আয়োজনের সাজি হাতে
তুলসীতলায় জ্বালছে প্রদীপ
মন উড়ে যায় নিঝুম রাতে

দূরে তখন বাঁশের বনে
শেয়ালরা সব উঠছে ডেকে
সহজ করে সহজ ভাষায়
এই ছড়াটাই আঁকল কে কে?
----------

এখন পুজো

দূরে পেঁজাতুলোর মেঘে
ভাসছে সাদা গগনতরি
এই তো এল ঝোড়ো বাতাস
সঙ্গে রঙিন আশাবরী

সকাল থেকে সুরের নেশায়
ছন্দে লয়ে মনকে নাচান
এখন পুজো কেবল মজা
স্রোত মানে তো আনন্দগান

রঙিন পোশাক, পটকা, বাজি
ফুলঝুরি আর আগুন খেলা
মনের আগুন দেখবে তখন
দূরে কোথাও ভাসছে ভেলা

মায়ের কাছে মাফলারে ঘর
তুলছে এখন তিতির সোনা
আকাশ থেকে একশো তুলো
আনিয়ে নেব সে উলবোনায়
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment