
ঘড়ির কথা
মধুমিতা ভট্টাচার্য
ঘড়ির কথা নানারকম
নয়কো মোটে অল্প
কাঁটায় কাঁটায় লেখা আছে
রকমারি গল্প
ঘড়ির এক ঘড়ির দুই
ঘড়ির কত শত
কিনবে সময় সস্তা দরে
সে কী সোজা অত?
শোনো তবে নানান ঘড়ির
হরেক রকম কিসসা
দিনরাত্তির এই জীবনের
ছকেই বাঁধা হিসসা।
ট্যাঁকঘড়িটা ট্যাঁকেই ঝুলে
সময় হিসেব করে
দেয়ালে বসে দেয়াল ঘড়ি
বাজে ঢংঢং জোরে
কব্জিটাকে রিস্টওয়াচের
আঁকড়ে থাকা স্বভাব
কাঁটা ধরে সময়টাকে
বেঁধে সওয়াল জবাব
বালি ঘড়ি, সুয্যি ঘড়ি,
ঠাকুরদাদার ঘড়ি
ডিজিটালের যুগে মোবাইল
সময় মুঠোয় ধরি
ঘড়ি ছাড়াই পৃথিবীটা
ঘুরছে বিনা ভুলে
চাঁদ সূর্যের উদয় অস্ত
শেখায় কি ইস্কুলে?
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment