
ছোট্ট চারা
রূপসা
ব্যানার্জী
ছোট্ট চারা উঠছে বেড়ে, মেলছে সবুজ পাতা;
আকাশ ধরে মাথাতে তার নীলচে নরম
ছাতা।
মেঘ দিয়েছে বৃষ্টিধারা, সূর্য দিল আলো;
এই পৃথিবীর সব কিছু তার লাগছে
বড়োই ভালো।
ছোট্ট চারা স্বপ্ন দেখে – আসবে সেদিন কবে?
শাখায় পাতায় উঠবে ভরে, শক্তিশালী হবে।
ঝড়-তুফানে
শক্ত পায়ে রইবে সেদিন খাড়া;
সবার কাজে লাগবে, দেবে সবার ডাকে সাড়া।
ফল দেবে সে, শুদ্ধ বাতাস এবং শীতল ছায়া;
মাটির কোলে, আকাশ-তলে ছড়িয়ে দেবে মায়া।
আজ প্রকৃতির যেটুকু দান নিচ্ছে
নিজের করে;
হাজার গুণে শুধবে সে ঋণ, সারাজীবন ধরে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment