
পাঁচশো টাকা
অর্ণব ভট্টাচার্য
দাদুর কাছে পাঁচশো টাকা পুজোয় পেল রানা,
কিনবে কী কী ভেবেই সে তো আহ্লাদে
আটখানা।
একটা নতুন টিশার্ট নেবে? কিংবা নেবে ঘড়ি?
সব টাকা সে এমনি করেই উড়িয়ে দেবে
থোড়ি!
মোটেই তা নয়, তার’চে বরং এই টাকাটা নিয়ে –
দুর্গাপুজো দেখবে ভাবে কলকাতাতে
গিয়ে।
গিয়েই দেখে বাঁশের বেড়ায় শহরখানা
মোড়া,
প্যান্ডেলে তাই ঢোকার আগে কয়েক মাইল
ঘোরা,
অনেক ঘুরে যাও বা ঢোকে, প্রবল ভিড়ের
চোটে,
রামধাক্কা, বিষম গুঁতো এসবই তার
জোটে।
যদিও নানান প্যান্ডেল আর নানান রকম
আলো,
হরেকরকম খাবার দেখে লাগছিল বেশ ভালো।
এক জায়গার থিম দেখে তার ফুটল মুখে হাসি,
পুকুরপাড়ে দাঁড়িয়ে আছে ‘গঙ্গাপাড়ের
কাশী’।
কিন্তু হঠাৎ পিছলিয়ে পা কাণ্ড হল সে
যা!
জলে পড়ে শ্রীমান রানা এক্কেরে
কাকভেজা।
তারপরে হায় সমস্ত দিন হেঁচে এবং
কেশে,
পাঁচশো টাকা খতম হল ওষুধ কিনে শেষে।
----------
ছবি - মেটা এআই
No comments:
Post a Comment