
একটা সন্ধে গুবলুর
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
সন্ধের দীপ জ্বলছে একলা
তুলসী তলায়,
প্রার্থনা
গান গাইছে জেঠুন
দরাজ গলায়।
খোল কত্তাল নেই তো কিছুই,
ঝিঁঝির তানে
ঠামির কাছে প্রাণের আরাম
সে গান আনে।
‘মহিমা তব উদ্ভাসিত’
শব্দ ছড়ায়,
আরও মন বসে ছোটো গুবলুর
অঙ্ক করায়।
বুনিও মুগ্ধ, তাই বুঝি তার
কান্নাও
নেই,
খসে পড়া তারা আকাশে মেলায়
এক পলকেই।
বাবা মাকে বলে মৃদুস্বরে, ‘জানো
বেচব না বাড়ি,
প্রোমোটার
চাপ দিলেও এখানে
বাঁধা আছে নাড়ি।’
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment