ছড়া-কবিতা:: মিতুন বাবুর চশমা - রমিত চট্টোপাধ্যায়


মিতুন বাবুর চশমা
রমিত চট্টোপাধ্যায়

মিতুন পেল কুড়িয়ে সেদিন
লাল রঙা এক চশমা হঠাৎ,
চোখে দিলেই দুনিয়া উধাও
সকাল সাজে নিমেষে রাত।
বোতাম টিপে ইচ্ছে মতন
যাচ্ছে হওয়া, যা হতে চাও,
কলম্বাস বা ক্যাপ্টেন কুক,
বিটলস, বাবর বা বাজিরাও।
মিতুন সেজে মার্কো পোলো
যাচ্ছিল যেই চিন সফরে,
চারদিকেতে নামল আঁধার
উধাও জাহাজ হঠাৎ করে।
দাদার কাছে কাঁদছে মিতুন
দাও-না খুঁজে আমার সে দেশ,
জানায় দাদা, চশমার তোর
হয়নি কিছুই, চার্জ শুধু শেষ।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment