ম্যাজিক মিট
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, কলকাতা বইমেলা
এ বছর কলকাতা বইমেলা চলাকালীন ৮ ফেব্রুয়ারি শনিবার বইমেলা প্রাঙ্গণে মিলিত হয়েছিলাম আমরা ম্যাজিক ল্যাম্পের বেশ কয়েকজন লেখক, আঁকিয়ে ও পাঠক বন্ধু। বইমেলার ওই ভিড়ের মধ্যেও তুমুল আড্ডা, হাসি, গান, হই হই আর চা-পানের সঙ্গে জমজমাট হয়ে উঠেছিল সেই ম্যাজিক মিট। নীচে রইল সেই মিলনোৎসবের কয়েকটি ছবি। লেখক পাঠক সব্বাই স্বাগত এই ম্যাজিক মিটে, পরের বার যোগ দিতে পারো তোমরাও যারা এবারে আসতে পারোনি।

বাঁদিক থেকে রাজর্ষি গুপ্ত, অমর্ত্য বন্দ্যোপাধ্যায়, তাপস মৌলিক, সপ্তর্ষি চ্যাটার্জী, দেবাশিস সেন, দ্বৈতা হাজরা গোস্বামী, উর্বী রায়, অঙ্কন মুখোপাধ্যায়, সুমন মিশ্র...


আড্ডায় যোগ দিয়েছেন ঋষভ চট্টোপাধ্যায়, একেবারে ডানদিকে




আর সবাই একসঙ্গে হলে গ্রুপ ছবি তো তুলতেই হয়!
ম্যাজিক মিটে যোগ দিয়েছে খুদে লেখিকা অদ্রিজা মণ্ডল (বাঁদিক থেকে তৃতীয়)। অদ্রিজা ম্যাজিক ল্যাম্পের ছোটোদের নিজস্ব বিভাগ ম্যাজিক পেনসিলে নিয়মিত গল্প লিখে পাঠাচ্ছে।
ম্যাজিক মিটে যোগ দিয়েছে খুদে লেখিকা অদ্রিজা মণ্ডল (বাঁদিক থেকে তৃতীয়)। অদ্রিজা ম্যাজিক ল্যাম্পের ছোটোদের নিজস্ব বিভাগ ম্যাজিক পেনসিলে নিয়মিত গল্প লিখে পাঠাচ্ছে।



----------
No comments:
Post a Comment