
ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই? অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয়নি, তাই মনটা একটু খারাপ খারাপ লাগছিল। কী করব বলো, জিনিরও তো অনেকরকম কাজ থাকে। পৃথিবীতে যত এলোমেলো খারাপ খারাপ জিনিস, জিনিরও তত কাজ, তত দায়িত্ব। তবে এই যে তোমাদের জন্য চলে এসেছি ম্যাজিক ল্যাম্পের নতুন ‘ছুটি ছুটি’ সংখ্যা নিয়ে। আমি নিশ্চিত যে এই সংখ্যাটা পড়লে তোমাদের মন ভালো হবেই। তেমনই সব মনমাতানো গল্প ছড়ায় ভর্তি এই সংখ্যা।
প্রচ্ছদের ছুটির গন্ধ মাখা ছবিটি এঁকেছেন শিল্পী মৃণাল শীল এবং ম্যাজিক ল্যাম্প-কে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে এনেছেন তাপস মৌলিক।
এবারে কলকাতা বইমেলায় আমাদের ম্যাজিক মিটের হই হই আড্ডার ঝলক-ও রয়েছে ম্যাজিক ল্যাম্পে।
তাহলে তাড়াতাড়ি পড়তে বসে যাও। বইয়ের সিলেবাসের পড়ার বাইরে যে বিরাট গল্প, ছড়ার অলীক জগৎ রয়েছে তা অপেক্ষা করছে তোমাদের জন্য।
খুব ভালো থেকো। আনন্দে থেকো।
ইতি,
তোমাদের জিনি
----------
ছবি - আন্তর্জাল

খুব মিষ্টি সম্পাদকীয় 💓
ReplyDelete