
হয়েছেটা কী
অমিত চট্টোপাধ্যায়
মা একটাও বলছে না কথা,
বাবার মুখেও চাবি!
দিদা মনমরা সকাল থেকেই
কী হল কী হল ভাবি?
ভোর না হতেই দাদু প্রতিদিন
ঠাকুরের নাম সাধে।
বেলা গড়িয়েছে একবারও তবু
বলছে না রাধে রাধে!
কেউ কি বলবে, হয়েছেটা কী,
কথা নেই কেন কারও?
ক্লাস ফোর এখন, সবকিছু বুঝি।
আমাকে বলতে পারো।
জলভরা চোখে মা শেষে জানায়,
মেলায় সেবার কেনা,
খাঁচা খোলা ছিল, পোষা ময়নাটা
খুঁজে আর পাচ্ছি না!
আমি বলি, মাগো কত কী পড়াই
তবু যায় সবই ভুলে!
খাঁচা খুলে তাই পাঠিয়েছি ওকে
আমাদের ইস্কুলে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment