ছড়া-কবিতা:: শারদ খুশি - সুব্রত দাস


শারদ খুশি
সুব্রত দাস

নীল আকাশে দেখছ যাদের
চলছে আনাগোনা,
তারাই পেঁজা তুলোর ‘মাতন
মেঘের ছানাপোনা!

লাখে লাখে, শিউলি শাখে
যেই না সুবাস ছড়ায়,
জানবে তখন শারদ খুশি
দোরগোরাতে গড়ায়!

কাশের বনে ,আপন মনে
করলে বাতাস খেলা,
বুঝবে কাশের চামর দোলায়
পুজোর ছুটির বেলা!

ঝলমলে রোদ পড়বে যখন
কাঁকন-কনক পাতায়,
দেখবে কেমন দুগ্গাপুজোর -
আনন্দ, মন মাতায়!!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment