
কী ফুটেছে?
সুজাতা চ্যাটার্জী
হাবুলের সেজদাদা, প্রশ্নের মাস্টার,
জবাব দিয়েও তুমি, পাবে না তো মন তার।
একদিন ধরেছিল, আমাকেও বাজারে,
বলব কী, বাপ রে! কী ভীষণ সাজা রে।
ঝপ করে ধরে বলে, “বল দেখি চটপট,
কী জিনিস ফুটলেও, করবি না ছটফট?”
এত সোজা প্রশ্নের, জবাব কি হয় ভুল?
হেসে বলি, “ওগো দাদা, উত্তর হবে ফুল।”
দাদা বলে, টেনে কান, সকলের সামনেই,
“তোর দেওয়া জবাবের, একটুও মান নেই।
ফুল বলে দুম করে, থেমে গেলি বড়ো যে?
দুধ ফুটে ক্ষীর হয়, নেই সেটা মগজে?
আলো ফোটে ভোরবেলা, সূর্যের সাথে রোজ,
তোর বুঝি লাগে তাতে? দেখব তো নিয়ে খোঁজ।
জল ফোটে গামলায়, হাঁড়িতে ও বাটিতে,
মনে সব পড়ে যাবে, একখানা চাঁটিতে!
ঝোল ফুটে উঠলেই, শেষ হয় রান্না,
তাই দেখে, চোট লেগে, পায় বুঝি কান্না?
মগজটা খালি তোর, বোকা তুই আচ্ছা,
ডিম ফুটে বের হয়, পাখিদের বাচ্চা!
এই ফুটে গাড়ি দেখে, ওই ফুটে যাস না?
আরও আছে, দাঁড়া দাঁড়া, শুনতে কি চাস না?”
এই ভাবে কতক্ষণ, গেল দাদা চালিয়ে,
জানি না গো, বেঁচে গেছি, সেইদিন পালিয়ে।।
----------
ছবি - লেখক
ম্যাজিক ল্যাম্প 



হা হা হা,খুব ভালো হয়েছে। দারুন।
ReplyDelete