
ভবঘুরে
রমিত চট্টোপাধ্যায়
ভবঘুরে ভবানন্দের ঘুরেই কাটে দিন
হেঁটে হেঁটেই ঘুরবে ভাবে ইজিপ্ট থেকে চিন
আইফেল টাওয়ারে বসে খাবে ঝালমুড়ি
সুযোগ পেলে ক্রেমলিনেও থাকবে দিন কুড়ি
মামার বাড়ি ঘোরা, এবার মমির বাড়ি যাবে
তুরস্কতে ঘুরতে গিয়ে, কোর্মা কাবাব খাবে
আমেরিকায় দেখবে গিয়ে পাহাড় খোদাই মুখ
নরওয়ের নিশীথ সূর্যে হবে মনের সুখ
স্পেনের পথে ষাঁড়-এর লড়াই, নামবে কোমর কষে
বাকিংহামে চা-ও খাবে রানির সাথে বসে
চিনের পাঁচিল লম্বা কত, মাপবে ফিতে দিয়ে
গ্রিনল্যান্ডটা সবুজ কিনা, দেখবে নিজে গিয়ে
সাহারায় উটের পিঠে যেই হবে হাঁসফাঁস
এক দৌড়ে আলাস্কাতে ফেলবে গিয়ে শ্বাস
পিসার মিনার যাচ্ছে হেলে করবে সেটা সোজা
প্রবাল প্রাচীর ভাঙছে কেন, কারণটা চাই বোঝা
এসব ব্যাপার তোমরা সবাই দেখতে যদি চাও
চিন্তা কী আর, ভবানন্দের সঙ্গ ধরে নাও।
----------
রমিত চট্টোপাধ্যায়
হেঁটে হেঁটেই ঘুরবে ভাবে ইজিপ্ট থেকে চিন
আইফেল টাওয়ারে বসে খাবে ঝালমুড়ি
সুযোগ পেলে ক্রেমলিনেও থাকবে দিন কুড়ি
মামার বাড়ি ঘোরা, এবার মমির বাড়ি যাবে
তুরস্কতে ঘুরতে গিয়ে, কোর্মা কাবাব খাবে
আমেরিকায় দেখবে গিয়ে পাহাড় খোদাই মুখ
নরওয়ের নিশীথ সূর্যে হবে মনের সুখ
স্পেনের পথে ষাঁড়-এর লড়াই, নামবে কোমর কষে
বাকিংহামে চা-ও খাবে রানির সাথে বসে
চিনের পাঁচিল লম্বা কত, মাপবে ফিতে দিয়ে
গ্রিনল্যান্ডটা সবুজ কিনা, দেখবে নিজে গিয়ে
সাহারায় উটের পিঠে যেই হবে হাঁসফাঁস
এক দৌড়ে আলাস্কাতে ফেলবে গিয়ে শ্বাস
পিসার মিনার যাচ্ছে হেলে করবে সেটা সোজা
প্রবাল প্রাচীর ভাঙছে কেন, কারণটা চাই বোঝা
এসব ব্যাপার তোমরা সবাই দেখতে যদি চাও
চিন্তা কী আর, ভবানন্দের সঙ্গ ধরে নাও।
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment