
পুজো আসে, পুজো যায়
সজল বন্দ্যোপাধ্যায়
গন্ধটা খুব লাগছে চেনা
শরৎ এল নাকি
মনে মনে আগমনীর
স্বপ্নগুলোই আঁকি।
ঢাকের ছবি আঁকতে পারি
বাজনা কানে কানে
স্বপ্ন যারা আঁকতে পারে
তারাই এসব জানে।
কাশের ছবি আঁকতে পারি
নদীর গোপন বাঁক
ঘুমের ঘোরে স্বপ্ন বলে
যা খুশি তাই আঁক।
শিউলিগুলোও আঁকতে পারি
ভোরের স্নিগ্ধ আলো
দুঃখগুলো বুঝবে কে আর
বাসবে কে আর ভালো!
নতুন জুতো নতুন জামা
এসব আঁকতে পারি
এগুলো তো স্বপ্ন এখন
ফাঁকা ভাতের হাঁড়ি!
----------
সজল বন্দ্যোপাধ্যায়
শরৎ এল নাকি
মনে মনে আগমনীর
স্বপ্নগুলোই আঁকি।
বাজনা কানে কানে
স্বপ্ন যারা আঁকতে পারে
তারাই এসব জানে।
নদীর গোপন বাঁক
ঘুমের ঘোরে স্বপ্ন বলে
যা খুশি তাই আঁক।
ভোরের স্নিগ্ধ আলো
দুঃখগুলো বুঝবে কে আর
বাসবে কে আর ভালো!
এসব আঁকতে পারি
এগুলো তো স্বপ্ন এখন
ফাঁকা ভাতের হাঁড়ি!
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment