
হাতানাকির মা
হীরামন
হাতানাকির মা আমি
তালগাছেতে থাকি,
ফিরতি পথে সন্ধেবেলায়
দেখতে পেলে না কি?
বাঁশবাগানের বাঁ দিক ঘেঁষে
তাল-হেতালের কোলে,
দেখবে কেমন আবছায়াতে
ঠ্যাং দু’খানি ঝোলে!
আলতো করে চরণ দুটি
ঠেকিয়ে কপালটায়
বলতে হবে, “মা ঠাগরেন,
পেন্নাম হই পায়।”
এমন যদি না করেছ
ভয় পেয়েছ খালি,
কিংবা ঝেড়ে দৌড় দিয়েছ
আর দিয়েছ গালি
ঝপাং করে ঝাঁপিয়ে পড়ে
হাতানাকির মা
কাষ্ঠ হেসে বলব কেশে
আর ছাড়িব না!
এখন থেকে আমার সনে
থাকতে হবে টানা
চোদ্দ দিনের অজ্ঞাতবাস
তাইরে না না না না
মা কাঁদবে বাবা কাঁদবে
কাঁদবে বাড়ির হুলো,
কাঁদবে খোপের পায়রার দল,
পাড়ার কুকুরগুলো
খাবার দেব বিচ্ছিরি সব
এক্কেবারে যা তা,
হাতের লেখা লিখতে হবে
একশ উনিশ পাতা,
এইবারে তো জানতে পেলে,
আর দেবে কি ফাঁকি?
হাতানাকির মা আমি
তালগাছেতে থাকি।।
----------
হীরামন
তালগাছেতে থাকি,
দেখতে পেলে না কি?
তাল-হেতালের কোলে,
ঠ্যাং দু’খানি ঝোলে!
ঠেকিয়ে কপালটায়
বলতে হবে, “মা ঠাগরেন,
ভয় পেয়েছ খালি,
আর দিয়েছ গালি
হাতানাকির মা
কাষ্ঠ হেসে বলব কেশে
আর ছাড়িব না!
থাকতে হবে টানা
চোদ্দ দিনের অজ্ঞাতবাস
তাইরে না না না না
কাঁদবে বাড়ির হুলো,
এক্কেবারে যা তা,
একশ উনিশ পাতা,
তালগাছেতে থাকি।।
----------
ছবি - আন্তর্জাল

No comments:
Post a Comment