
হনুমান
সুব্রত দাস
ঘুম থেকে উঠে দেখি
ওরে বাবা এটা এ কী
ঝুল ঝুল ঝুলছে,
পুরোপুরি
লোমে ঢাকা
তার ওপর আঁকাবাঁকা
দুল দুল দুলছে!
দড়ি
ভেবে যেই টান
দিয়েছি কী বাম ডান
দুই গালে লাগল,
কড়া
পাকে দুই চড়
খেয়ে চোখে জল-ঝড়
ত্রিভুবন জাগল!
কী হল
ব্যাপারটা
জড়িয়ে র্যাপারটা
করতেই অনুমান,
দেখি
বসে ডালে সে
রাজকীয় চালে সে
ঠিক ব্যাটা হনুমান!!
----------
সুব্রত দাস
ঘুম থেকে উঠে দেখি
ওরে বাবা এটা এ কী
ঝুল ঝুল ঝুলছে,
তার ওপর আঁকাবাঁকা
দুল দুল দুলছে!
দিয়েছি কী বাম ডান
দুই গালে লাগল,
খেয়ে চোখে জল-ঝড়
ত্রিভুবন জাগল!
জড়িয়ে র্যাপারটা
করতেই অনুমান,
রাজকীয় চালে সে
ঠিক ব্যাটা হনুমান!!

খুব মজার !
ReplyDelete