
মাকড়সা ও মাছি
মেরি হুউইট
অনুবাদঃ সুজাতা চ্যাটার্জী
“আমার ঘরে আসবি
মাছি?” মাকড়
বলে
সজোরে,
“এমন ভালো
ঘরটা
তো
তোর, পড়বে
না
আর
নজরে।
ওই ওখানে ঘুরছে সিঁড়ি, আসছে আমার এই ঘরে,
হরেক রকম আজব জিনিস, রয়েছে
ওরে
তোর
তরে।”
“আরে না না,” বলে মাছি, “মিছে ডাকো আমারে,
জানি আমি ফেরে
না
গো, গেলে
কেউ
ও
ঘরে।”
“এত্ত দূরে
আসতে
ধকল, গেছেই
জানি
ওরে,
একটু খানি বস না এসে, ছোট্ট
খাটের
’পরে।
পর্দা ঘেরা ছোট্ট খাটে, নরম চাদর রাখা -
একটু যদি ঘুমোস
তো
তোর, গায়ে
দিয়ে
দিই
ঢাকা।”
“আরে না না,” বলে মাছি, “শুনেছি যে বার বার,
ওই খাটে ঘুমোলে
যে, ভাঙে
না সে ঘুম আর।”
চালাক মাকড় বলে, “কী
যে
করি
তাহলে?
কতটা বাসি যে ভালো, বোঝাই
তা
কী
বলে?
আমার ভাঁড়ারে আছে, ভালো
ভোজ
কত
যে -
আয় না রে একবার, চেখে যাবি সহজে।”
“আরে না না,” বলে মাছি, “সে তো আমি খাই না।
শুনেছি কী আছে সেথা, দেখতে তা চাই না!”
“মিষ্টি সোনা,” বলল
মাকড়, “বুদ্ধি
রে
তোর
কত!
পাখনা দুটি কেমন
দারুণ, চোখটি
কাচের
মতো!
একটি আমার আয়না
আছে, ঘরের
তাকে
ওই,
দেখতে পাবি, রূপটি
নিজের, খানিক
এলেই
সই।”
“ও গো দাদা,” বললে মাছি, “তোমায় ভালোবাসি,
আবার আমি আসব পরে, আজকে
তবে
আসি।”
মাকড় পিছন ফেরে, বাড়িতে
ঢোকে
সে
ধীরে,
মনেতে জানে সে ঠিক, মাছিটি
আসবে
ফিরে।
গুছিয়ে বোনে সে জাল, ছোট্ট কোণটি ঘেঁষে -
টেবিল সাজিয়ে রাখে, মাছিকে
খাবে
যে
বসে!
তারপরে গান ধরে, নিজের
দ্বারেতে
গিয়ে -
“আয় আয় সোনা
মাছি, ঝলমলে
ডানা
নিয়ে।
গায়েতে সবুজ জামা, মাথায় মুকুট সাজে -
তোর চোখ হিরে
সম, আমারটা
বড়ো
বাজে!”
হায়! হায়! ওই দেখো, বোকা
ছোটো
মাছি,
মিথ্যে এ কথা শুনে, ফেরে
কাছাকাছি।
ঝটপট পাখা নেড়ে, ভেসে আসে কাছে,
খালি ভাবে, হিরে
সম, চোখ
তার
আছে।
ভাবে খালি, কত শোভা মুকুটের, হায়!
সে সুযোগে মাকড়টা, চেপে
ধরে
তায়!
সিঁড়ি দিয়ে টেনে
তাকে, নিয়ে
যায়
ঘরে,
সেথা হতে আর কভু, ফেরে
না
সে
পরে।
ছোট্ট বন্ধু যারা শুনছ এ কথা -
মিথ্যা তারিফে কেউ ভুলো
না
গো
বৃথা।
শত হাত দূরে থেকো, দুষ্টের থেকে -
এ মাছির কথাখানা, দিও
মনে
রেখে।।
--------
মূল কবিতাঃ ‘The Spider and the Fly’ by Mary Howitt, published in 1829
ছবিঃ আন্তর্জাল
অনুবাদঃ সুজাতা চ্যাটার্জী
ওই ওখানে ঘুরছে সিঁড়ি, আসছে আমার এই ঘরে,
“আরে না না,” বলে মাছি, “মিছে ডাকো আমারে,
পর্দা ঘেরা ছোট্ট খাটে, নরম চাদর রাখা -
“আরে না না,” বলে মাছি, “শুনেছি যে বার বার,
আয় না রে একবার, চেখে যাবি সহজে।”
“আরে না না,” বলে মাছি, “সে তো আমি খাই না।
শুনেছি কী আছে সেথা, দেখতে তা চাই না!”
“ও গো দাদা,” বললে মাছি, “তোমায় ভালোবাসি,
গুছিয়ে বোনে সে জাল, ছোট্ট কোণটি ঘেঁষে -
গায়েতে সবুজ জামা, মাথায় মুকুট সাজে -
ঝটপট পাখা নেড়ে, ভেসে আসে কাছে,
ভাবে খালি, কত শোভা মুকুটের, হায়!
ছোট্ট বন্ধু যারা শুনছ এ কথা -
শত হাত দূরে থেকো, দুষ্টের থেকে -
--------
মূল কবিতাঃ ‘The Spider and the Fly’ by Mary Howitt, published in 1829
খুব ভালো হয়েছে। প্রথমটা ঠিক দুই পাখির মতো। তবে শেষ টা উল্টে গেলো। অত্যন্ত দামী একটা মেসেজ ও দেওয়া হলো। আমার খুব পছন্দ হয়েছে।
ReplyDeleteবাহ্ দারুন লাগলো।
ReplyDeleteবাহ্ দারুন লাগলো।
ReplyDeleteদারুণ!
ReplyDelete- মৌসুমী
খুব ভাল লাগলো
ReplyDelete