
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
পুজোর ঢাকে পড়ল
কাঠি — তাক-কুড়া-কুড়-কুড়,
নীল আকাশে, শিউলি-কাশে উদাস করা সুর।
মহালয়ার ভোর থেকে ওই ডাকছে ঢাকের বাজনা,
আসছে পুজো, হাসছে শহর, আজ থেকে আর কাজ না।
ছুটির টানে
ছুটছে লোকে নিজের শহর-গ্রামে,
কৈলাশেরই দুগ্গাঠাকুর মর্ত্যে এসে নামে।
এই সুযোগে সবার কাছে এটাই করি দাবী,
আনন্দের এই মহোৎসবের মাঝেও যেন ভাবি —
সেই যে যারা খুব বেচারা, কিছুই নাহি বোঝে,
দু’হাত তুলে একটু শুধু বাঁচার আশা খোঁজে,
কীভাবে দিন কাটায় তারা এই আকাশের নিচে —
সেটাই ভেবো, নয়তো মায়ের মর্ত্যে আসাই মিছে।
_____
নীল আকাশে, শিউলি-কাশে উদাস করা সুর।
মহালয়ার ভোর থেকে ওই ডাকছে ঢাকের বাজনা,
আসছে পুজো, হাসছে শহর, আজ থেকে আর কাজ না।
কৈলাশেরই দুগ্গাঠাকুর মর্ত্যে এসে নামে।
এই সুযোগে সবার কাছে এটাই করি দাবী,
আনন্দের এই মহোৎসবের মাঝেও যেন ভাবি —
দু’হাত তুলে একটু শুধু বাঁচার আশা খোঁজে,
কীভাবে দিন কাটায় তারা এই আকাশের নিচে —
_____
ছবিঃ শ্রীময়ী
No comments:
Post a Comment