
মধুমিতা
ভট্টাচার্য
এক ঝুড়ি
বিল্লি
যাচ্ছিল
দিল্লি
গায়ে
দিয়ে পশমিনা শালটা
আহ্লাদে
ম্যাও সুরে
গান
গেয়ে ঘুরে ঘুরে
টেবিলেতে
ঠুকে নিল তালটা।
দাদরা
না ঝাঁপতাল
তেওড়া
কি তিনতাল
তেরেকেটে
মেরেকেটে ধিন তা
দিল্লিতে
গরমে
হাঁসফাঁস
চরমে
শাল
নিয়ে কি ভীষণ চিন্তা
দাদী
বলে সুইটি
ডার্লিং
কিউটি
ডোন্ট
ওরি, ইট
ইস তো নরমাল
ইয়ুআ
মা' বিউটি
বেবি
মিউমিউটি
ঝুড়ি
তো ডিজাইনার ফরমাল।
মিউ
বলে দুচ্ছাই
চলে
যাই মুম্বাই
তার
আগে নাক ডাকি জমিয়ে
আরামের
ঝুড়িতে
গুটিসুটি
ভুঁড়িতে
ইচ্ছেখুশিতে
থাকি ঘুমিয়ে।
_____
ছবিঃ লিয়ন হুবার (আন্তর্জাল)
ছবিঃ লিয়ন হুবার (আন্তর্জাল)
বেশ বেশ
ReplyDelete