
সুপ্রিয় ঘোষাল
কালো মেঘের আনাগোনা
আকাশ জুড়ে,
টুপ টুপা টুপ ঠুংরি তালে
বৃষ্টি ঝরে।
খোকা খুকুর মন বসে না
বইয়ের পাতায়,
জানলা দিয়ে সবুজ মাঠে
মন ভেসে যায়।
পিঁপড়েরা সব
সার দিয়ে যায়
ব্যস্ত কাজে,
চলছে সবাই নতুন কোনো
বাসার খোঁজে।
ভিজছে বসে আলোর তারে
কাকের সারি,
চড়ুইগুলো ব্যস্ত স্নানে
মনবাহারি।
ঝরছে যেন পাগলাঝোরা
সকাল দুপুর,
বিকেল বেলায়
ভাল্লাগে না
টাপুর টুপুর।
হঠাৎ কোথায়
পালিয়ে গেল
আঁধার কালো,
জাদুর প্রদীপ
জ্বালিয়ে দিল
খুশির আলো।
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
অপূর্ব লিখেছিস । ছোটদের খুব ভাল লাগবে
ReplyDeleteProsenjitdas
ReplyDelete