
মহুয়া
ব্যানার্জী
এই
ছেলেটা ভেলভেলেটা,
মাথায়
দিয়ে মস্ত ছাতা
যাস
কোথা তুই?
ছাদ
বাগানের টবের থেকে
দুলিয়ে
মাথা খুশির ঝোঁকে,
শুধোয়
তারে একথোকা জুঁই।
অমনি
তখন বাগান জুড়ে
খিলখিলিয়ে
হাসির সুরে
লুটিয়ে
পড়ে বেলকুঁড়ি সই।
ঠিক
তখনই সেই ছেলেটা
উড়িয়ে
দিয়ে সকল বাধা,
হাঁকে, ফুলকুমারী
কই -
মেঘ
ভেজা সেই ডাক শুনে
রামধনুকের
পথ চিনে
নামল
ধরায় ফুলকুমারী ওই।
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment