
তারক
চট্টোপাধ্যায়
গন্ডা দশেক
মন্ডা ঝাড়েন জলখাবারের পাতে
চিল্লি-চিকেন
কোপ্তা-মটন সাঁটেন পোলাও-ভাতে
বিকেল বেলায়
কাঁসার থালায় জানিস কী হয় যোগ?
রাজহংসীর
ডিম্ব আটেক ঝিলিপি রাজভোগ!
রাত্রে থাকে
লুচির সাথে ঘুগনি আলুর দম
সবাই মানে
দাদা আমার খাদ্যপুরের যম!
দেখলে তাকে
মুরগি-ছাগল ভয়েই কুপোকাত
ডিম ফাটিয়ে
হাঁসের ছানাও জোড় করে দুই হাত!
চপ-কচুরি
সেলাম ঠুকে মাড়ায় না তার ছায়া
দাদার আমার
কঠিন হৃদয় নেইকো কোনো মায়া।
ফুচকারা সব
সেদিন দেখি কুচকাআওয়াজ করে
জানিয়ে দিল
আসছে দাদা লালবাজারের মোড়ে।
থাকলে সেদিন
আমার সাথে দেখতি সে কী হাল
দিগবিদিকে
খাবার ছোটে, ট্রাফিক বেসামাল!
হারেরেরে
আওয়াজ তুলে করল সে তছনছ
যুদ্ধ শেষে
দাদা আমার নতুন ঘটোৎকচ!
ভাবিস না রে
গপ্পো এসব মিথ্যে কথা সবই
তাই রেখেছি
বুক পকেটে আস্ত দাদার ছবি
বলিস কিরে,
দাদা শুধুই নেইকো ছবি খাবার
ফটো তোলার
আগেই তো সে করল সবই সাবাড়!
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী
No comments:
Post a Comment