
লিমেরিকে শৈশবের সত্যজিৎ
শাম্ব চ্যাটার্জী
॥ ১॥
ছোট্টবেলার সরেস স্মৃতি, হরেক জাদু
মাখা —
ঝরনা কলম মনের তাকে গড়পাড়েতে রাখা।
ওয়ালফোর্ডের ডবল ডেকার,
ফিটন ছাড়া মজাই বেকার...
বাড়ির তৈরি আইসক্রিমে শৈশবকে চাখা।
॥ ২॥
সর্দি হলে গরমজলে পা ডুবিয়ে বসা,
কুইনিনের রকমসকম বিষ-তেতো আর কষা।
দাগ কাটা মিক্সচারের শিশি,
গিলতে হত অহর্নিশি —
ক্যাপসুলটা আসার পরে জীবন হল খাসা।
॥ ৩॥
ছাপাখানার উপরতলায় মস্ত বড়ো ছাত,
উড়িয়ে ঘুড়ি সেইখানেতে হল পাকা হাত।
ঠাকুরদাদার ঘরটি খাসা,
রং-তুলি আর স্বপ্ন ঠাসা...
আশিস দিলেন ধনদাদু তায় হল বাজিমাত।
॥ ৪॥
খড়খড়িতে আলোর মায়ায় দেয়াল জোড়া ছবি —
দুপুরবেলার একঘেয়েমি কাটিয়ে দিত সবই।
ম্যাজিক ল্যানটার্ন, স্টিরিওস্কোপ,
করল ভরাট মনের সে খোপ —
চলচ্চিত্রে জিতব জগৎ এই ছিল যার দাবি।
॥ ৫॥
গড়পাড়েতে দুপুরবেলার ব্যস্ত ছাপাখানা
—
রামদহিনের হাতটি ধরে সন্দেশকে চেনা।
কাঁচা হাতের আঁকিবুঁকি,
ভবিষ্যতের উঁকিঝুঁকি...
রেখায়-লেখায় এমনি করেই মানিক মেলল
ডানা।
_____
ছবিঃ লেখক
স্বভাবই আমার গুরুদেব কে নিয়ে লেখা লিমেরিক দিয়েই শুরু করলাম ম্যাজিক ল্যাম্প। এবং যথারীতি মুগ্ধ হয়ে গেলাম। হ্যাটস অফ শাম্ব!!! খুব খুব খুব ভালো লাগ লাগলো পড়ে!!!
ReplyDelete