
টুম্পা টুসি বোন
শঙ্কর কুমার চক্রবর্ত্তী
টুম্পা না কি
টুসি
কেন রে তোরা
খুশি?
কী দেখছিস তোরা
পাহাড় না কি
ঝোরা।
চা-বাগানে ঘুরিস
পাতা হাতে মুড়িস,
প্রজাপতি ওড়ে
চারদিকেতে ঘোরে।
তোরাও ঘুরিস পথে
ভালোলাগার রথে।
ডাকছে পাহাড় দূরে
মেঘ চলেছে উড়ে,
বৃষ্টি নামলে বেশ
ভেজাস এলোকেশ।
মেঘের যেথায় বাড়ি
স্বপ্ন আঁকিস তারই!
টুম্পা টুসি বোন
মন দিয়ে তো
শোন?
স্বপ্নে মালা গাঁথ
প্রকৃতির ধারাপাত।
এখানে এলেই শান্তি
ঘুচবে শহুরে ক্লান্তি!!
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment