
রূপসা
ব্যানার্জী
সকালবেলা
পড়তে বসে
মন
উড়ে যায় কোন দূরে -
বৃষ্টি-ভেজা বাতাস হঠাৎ
আজ
হয়েছে ফুরফুরে।
কালো
মেঘের ঘোমটা খুলে
আকাশ-মেয়ের
নতুন সাজ,
সোনা
রোদের গয়না গায়ে,
নীল
শাড়িতে সাদার কাজ!
কাশের
বনে বলল বাতাস
ফিসফিসিয়ে
কোন কথা?
সবাই
লুটায় এ ওর গায়ে,
হাসির
চোটে পেট ব্যথা!
তাই
না দেখে, শিউলি হেসে
ছড়িয়ে
দিল গন্ধ তার -
পদ্ম
বলে - ‘পাপড়িগুলো
রাখব
না তো বন্ধ আর।’
আমারও
ভাই পাচ্ছে হাসি
ওদের
খুশির ভাব দেখে -
হাসছি
আমি তাই লুকিয়ে
অঙ্ক-খাতায়
মুখ ঢেকে।
পরীক্ষাটা
শেষ হতে আর
রইল
বাকি সাতটা দিন -
তারপরেতেই
– পুজোর ছুটি
ঢ্যাং
কুড়া কুড় তা ধিন ধিন।
_____
ছবিঃ
সুজাতা চ্যাটার্জী
খুব মিষ্টি
ReplyDeleteঅনেক ধন্যবাদ
ReplyDeleteপড়ে আমারও আর আপিসে থাকতে ইচ্ছে করছে না।
ReplyDeleteতাই? খুব ভালো লাগল।ধন্যবাদ দাদা।
Delete