ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের ম্যাজিক ল্যাম্পের ম্যাজিক পেনসিল বিভাগে এসে পৌঁছেছে দুটি মজাদার কমিকস, একটি ছড়া এবং বেশ কিছু দারুণ দারুণ ছবি। এসো দেখা যাক সে সব।
(১)
নবম শ্রেণীর ছাত্র শাশ্বত রায়ের দুটি কমিকস এতই ভালো হয়েছে যে সে দুটি পত্রিকার মূল কমিকস বিভাগে রাখা হয়েছে। দেখতে হলে ক্লিক করো এখানে।
(২)
নিচের ছড়াটি পাঠিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী শুভস্মিতা।
ভারতী
পূজা
শুভস্মিতা
ঘোষ
দেখছি
অনেক ফুল
খাচ্ছি
কত কুল।
উড়ছে
পাখি কত?
লোক
সংখ্যা যত।
মা
ভারতী এলেন,
দু’দিন
পরেই গেলেন।
করেছি
খুব মজা,
মা
খাওয়ালেন গজা।
_____
লেখক পরিচিতি
![]() |
শুভস্মিতা
ঘোষ
বারুইপুর,
কলকাতা - 144
ওয়েলকিন
ন্যাশনাল স্কুল, পঞ্চম শ্রেণী
শখঃ গল্পের বই পড়া, আবৃত্তি করা |
(৩)
এবারে রূপকথার আঁকা ছবি...

অঙ্কনশিল্পীর পরিচিতি
![]() |
রূপকথা
মিত্র
শিলিগুড়ি
বয়সঃ
সাত বছর
দিল্লী পাবলিক স্কুল, দ্বিতীয়
শ্রেণী |
(৪)
এরপর রোহণের আঁকা দুটি ছবি...


অঙ্কনশিল্পীর পরিচিতি
![]() |
রোহণ
ব্যানার্জী
কল্যাণী,
নদিয়া
|
(৫)
সবশেষে প্রত্যকের আঁকা একটি ছবি...

![]() |
অঙ্কনশিল্পীর পরিচিতি
প্রত্যক চক্রবর্তী
ওয়েলকিন ন্যাশনাল স্কুল
৫ম শ্রেণী, বারুইপুর, কলকাতা
শখঃ কার্টুন ও কমিকস আঁকা
|
_____
oder jagat tai darun,baro hoe gelei to sob sesh
ReplyDelete