
পালোয়ান
তরুণকুমার সরখেল
তোমরা বলো অনেক কিছু
করতে আমায়,
আমাকে কে থামায়।
বীর পালোয়ান আমি
না হয়ে কি থামি?
ইচ্ছেগুলো করছে তাড়া
পিছু।
শূন্যে ছুড়ে মারব হাতি
চটকে দেব বাঘ
লাগ্ ভেলকি লাগ্।
সোঁদর বনের রাজা
পেয়েই যাবে সাজা।
দেখেই বুকের ছাতি।
তবে একটা কথা তোমায়
বলছি এসো কানে কানে
যদি দেখি কোনোখানে —
শুধু একটা তেলা পোকা
আমি তখন ভয়েই খোকা –
ভুলেও না যাই কাছে
গিলেই ফেলে পাছে!
_____
ছবি – নচিকেতা মাহাত

No comments:
Post a Comment