
ব্যস্ত
খুকুর নামচা
সঙ্গীতা
দাশগুপ্ত
রাতের
শেষে ভোরের আলো
আবছা
মায়ায় জাগছিল,
সেই
আলোতে পদ্মদিঘী
হাতছানিতে
ডাকছিল
খুকুর
ঘুমের শেষ প্রহরে
চোখের
পাতা স্বপ্ন ঘোরে
ভোরকাকলির
আলতো সুরে
অল্পস্বল্প
কাঁপছিল;
দিনের
আলোয় সূয্যি মামার
নরম
গরম ছাপ ছিল ...
দুপুর
বেলায় জস্টিপিসির
আম
বাগানে ঝাঁপ ছিল;
এঁদো
পুকুর ছাপিয়ে ওঠা
সরপুঁটিদের
লাফ ছিল
ছাতিম, কাঁঠাল, তেঁতুল
পাতায়
খিড়কি
বটের বুনো জটায়
বাঁশবাগানের
ফাঁকফোকোরে
আলোর
ফুলকি ভাপ ছিল
স্কুল
ছুটিতেও খুকুসোনার
পড়াশুনোর
চাপ ছিল...
সন্ধ্যাতারার
আলো চোখে
মায়া-কাজল
আঁকছিল
ঘর
ফেরা সব পাখপাখালির
মনকেমন
এক ডাক ছিল;
জলকুচি
ছোপ চুল এলিয়ে
তুলসীতলায়
দীপ জ্বালিয়ে
শাঁখের
আওয়াজ সাঁঝভোরেতে
গেরস্থালী
ছাপ ছিল
রাত
বাড়লে খুকুর চোখে
ঘুম
পরীরা জাগছিল ...
____
ছবিঃ দ্বৈতা গোস্বামী
ছবিঃ দ্বৈতা গোস্বামী

No comments:
Post a Comment