
কোথায় যাবে ওরা?
গৌতম হাজরা
পড়ছি বসে পড়ার ঘরে, দরজায় শুনি টোক্কা
দরজা খুলে ঢুকল যে তার, নামটা শুনি খোক্কা!
রাক্ষস গেছে মরে কবে, খোক্কস নাকি বুড়ো!
খোক্কা নাকি তারই ছেলে নয়তো বড়সড়!
বসলো পাশে চুপটি করে মুখটি করে ভারি
ওমা! এ যে দেখছি ঢোকে ভূত পেত্নীর সারি!
কেউ বা বুড়ো, কেউ বা কুঁজো, কেউ বা রোগা ক্যাংলা!
পিটির পিটির কেউ বা দেখ্ সবার বাড়িই বাংলা
কারোর দেখি হাত-পা ছাড়া, মেট্রো রেলে কাটা
কারোর আছে শুধুই ছায়া, ধড়ে মুড়ো-ই ছাঁটা
কারোর দেখি শ্বাসকষ্টে হচ্ছে হাঁশর পাঁশর
কেউ বা দেখি চোখ জ্বালাতে কাঁদছে ফ্যাঁচোর-ফ্যাঁচোর
দৈত্য-দানোও আসত নাকি, কিন্তু ওরা ব্যস্ত।
থাকত ওরা বেলগাছেতে পাড়ার মোড়ে মস্ত!
ঘরছাড়া সব করল ওদের কাটল বিশাল গাছটা।
ঘরহীন সব এদিক ওদিক, কষ্টের নেই শেষটা!
কিন্তু সবাই চুপ কেন আজ? না করে কেউ হাঁউ মাউ!
নাকি গলায় বলছে না তো ‘মানুষের মুঁণ্ডু খাঁউ’
বললে সবাই, ‘খোকনসোনা একটা কথা ভাবো
কার্টুন যদি সদাই দেখো আমরা
কোথায় যাবো?
তোমার বাবা তোমার দাদু বাসত খুবই
ভালো।
ভয় লাগত বুকে ওদের যেই সন্ধে
হলো।
‘উপেন’ ছিল খাসা ছেলে লিখত
মোদের গল্প।
দক্ষিণাটাও গর্ব মোদের বলতো
মোদের কল্প
কিন্তু এখন যুগটা খারাপ হলাম
সবাই বন্দি
র্যাকের ভিতর বাঁধানো বইয়ে
নতুন কেমন ফন্দি’!
ডুকরে উঠে কাঁদল খোক্কা, কী হবে
গো আমার?
জ্যাঠাবাবার নাম শোনোনি? তুলতো
ফুঁয়ে পাহাড়।
তালগাছ দিয়ে মাজত সে দাঁত, জল
খেত এক পুকুর!
হাতির থেকেও বিশাল ছিল তাদের
পোষা কুকুর!
কে পাবে ভয় আমায় বলো? কেই বা
চেনে খোক্কা!
রাক্ষসেরই ভাইপো শুনে কেউ পায়না
অক্কা’!
ডাইনি বুড়ি কঁকিয়ে বলে, ‘খোকন
সোনা আয় না
কার্টুন ছবি ভোল না কদিন, করিস
নে আর বায়না!
চিবিয়ে খাবো মানুষছানা, দেখবি
কত মজা!
চাখাব কত স্বাদের জিনিস, তোকেই
তেলে ভাজা!’
‘সত্যজিৎ’ এর ভূত গো আমি, তখন
রাজাই ছিলুম
গুপি-বাঘার খুলল কপাল তিন বর
যেই দিলুম
নিজেই এখন ছন্নছাড়া নেই তো থাকার
ঘর
পাই না খেতে ভাল-মন্দ কেউ চায়
না বর।
খোকা তোমার ভালই হবে, মোদের
ভালবেসো
সব ক্ষমতা পাব ফিরে, সঙ্গে
মোদের এসো।
আমার বরে তুমিও হবে অঙ্কে ভীষণ
পাক্কা।
ক্রিকেট খেলায় হবে ওস্তাদ, সব
বলেতেই ছক্কা।
সবার কথা শুনছি যখন, আসল তখন
বুনি।
‘সুপারম্যানটা প্রায় ফিনিশ,
করছিস কী শুনি?
টিভি না দেখে নখ খাচ্ছিস,
ভাবছিস কী দাদা?
সব ব্যাটাকে ‘সুপারম্যান’-এ বানিয়ে দিল গাধা’।
কোথায় গেল ভূতের রাজা, কোথায়
গেল পেত্নী
কোথায় সবাই হল উধাও, ঢুকল যেমন
বুনি।
শুনি না আর কান্নাকাটি, না শুনি
আর খ্যান খ্যান।
আহা! কেমন মজার হতো আসলে আমার
সুপারম্যান!
________
ছবিঃ সুজাতা চ্যাটার্জি
বাহ
ReplyDeleteAnek Dhanypbaad
DeleteDhanyobaad Sujata.. Sundar anaka hayechey
ReplyDelete