
ম্যাজিক ল্যাম্পঃ জাদু কার্পেট – আমাদের কথা
বিভাগীয় সম্পাদক
ম্যাজিক ল্যাম্পের ‘জাদু কার্পেটে’র প্রতিটি মোড়কে তোমাদের জন্যেই লুকিয়ে রয়েছে অজানা, অচেনা রংবাহারি জগতের অনন্য হাতছানি, মণি-মুক্তোর অভাবনীয় সম্ভার। তাই, চলোই না, ছুটির আহ্লাদে এই পাগলপারা মনটাকে উড়িয়ে দি রোজের একঘেয়ে রুটিনের শক্ত খাঁচা থেকে – ইচ্ছেখুশীর ডানা মেলে উড়ে যাই দেশ/ বিদেশে – বিষয় বৈচিত্র্যের মাধ্যমে নানা দেশের ঐতিহাসিক ঐতিহ্য, ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম বর্ণনায়, সমস্ত ভালো লাগা নিয়ে আবিষ্কার করি এক অন্য নতুন জগৎ।
চলো যাই, ঘুরে আসি দূর বহুদূর
উজল খুশিতে মোড়া যে অচিনপুর
তোমাদের সক্কলের জন্যে রইল নববর্ষের শুভেচ্ছা। দেখা হবে আবার। ও হ্যাঁ, ম্যাজিক ল্যাম্প আর এই জাদু কার্পেট তোমাদের কেমন লাগল জানাতে ভুলো না কিন্তু।
তোমাদের রাখী দিদিভাই
___________
No comments:
Post a Comment