
ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
আবার একটা নতুন বছর। এই নতুন বছরে ম্যাজিক ল্যাম্প আবার এসেছে তার উপহারের ডালি নিয়ে শুধুমাত্র তোমাদের জন্যে। আচ্ছা নতুন বছরে কী কী করবে ভেবে ফেলেছ? সারাবছরের প্ল্যান কী এর মধ্যেই করে ফেলেছ? না কী শুধু ইচ্ছেসুখের ভেলায় ভেসে যাওয়া? আমি কিন্তু দ্বিতীয়টাই করব। আরে বাবা, নিজে খুশি না থাকলে অন্যকে খুশি রাখবে কী করে?
আর সেই খুশির চিঠি নিয়েই এসেছে এবারের ম্যাজিক ল্যাম্প। গল্প বিভাগে থাকছে ১৪টি মন মাতানো নানা স্বাদের গল্প। একটি গল্প পাঠ। শ্রী অনীশ দেব-এর "অন্ধকারের বন্ধু", আর ম্যাজিক ল্যাম্প তো তোমাদের অন্ধকারের বন্ধু তাই না?
কবিতা বিভাগে থাকছে অনেকগুলি মন মাতানো ছড়া ও কবিতা। গল্প ও কবিতার সাথে যোগ হয়েছে রংবাহারী অলংকরণ যা করেছেন নতুন শিল্পীরা। থাকছে ছোটদের কবিতা পাঠ।
বিজ্ঞান বিভাগ এবারেও নিয়ে আসছে রকমারি লেখা, অজানা তথ্যের সম্ভার। পেয়ে যাবে তোমাদের অনেক প্রশ্নের উত্তর। ইতিহাস বিভাগে এবারে হাজির সম্রাট অশোক, রঘুনাথ শিরোমণি, তক্ষশিলা। ইতিহাসে রহস্য বিভাগে থাকছে ইউ আই কোর ঘুমন্ত শিশুদের কথা।
বহুরূপী বিভাগ আবার হাজির নানা রকমের কীট পতঙ্গ, প্রাণী, লতাপাতার খোঁজ নিয়ে।
ভ্রমণ বিভাগে থাকছে রোমাঞ্চকর জঙ্গল ভ্রমণ। আর বিদেশ ভ্রমণে ঘুরে এসো রাজধানীর পথে পথে। দুটি খুব চেনা শহর। একটি পুরনো, একটি নতুন। তাদের রূপ রস গন্ধ সবকিছু তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। এত ঘুরেও গ্রাম বাংলাকে ভুলি কী করে? "দেখা হয় নাই চক্ষু মেলিয়া।" তাই চল ঘুরে আসি "লাভপুর" গ্রাম। রাঙামাটির ধুলোয় যেখানে মিশে আছে সর্বকালের অন্যতম সেরা সাহিত্যিকের চরণচিহ্ন।
থাকছে নতুন কিছু বিভাগ - অপরাজিত, আমার ছোটবেলা ও রকমারি আড্ডা।
অপরাজিত-তে থাকছে খেলা সম্পর্কিত প্রবন্ধ, আমার ছোটবেলা-তে এবার থাকছে দুজন লেখকের ছোটবেলার গল্প। তাদের বেড়ে ওঠার কথা। তাদের কৈশোর জীবনের গল্পের অলি গলি।
রকমারি আড্ডা-তে এবারে আড্ডা দিচ্ছেন তোমাদের প্রিয় গোয়েন্দারা।
এখনো শেষ হয়নি। হাওয়াকল বিভাগ হাজির নতুন ভিডিও নিয়ে। অঙ্কিতাদি এবার ঘর সাজাবার খুব সুন্দর একটা জিনিস তৈরি করতে শেখাচ্ছে। মহুয়াদি "চটপট চেটেপুটে" বিভাগে দিয়েছে খুব সহজ অথচ সুস্বাদু একটা রেসিপি।
কমিক্স বিভাগে থাকছে নতুন কমিক্স "পাপ্পি আর গাপ্পি", তন্ময়ের নতুন কমিক্স এর প্রথম পর্ব, লাল পাহাড়-এর দ্বিতীয় পর্ব, আর বক্স কার্টুন।
বায়োস্কোপে থাকছে নতুন ফিল্ম "গুড ডাইনোসর"-এর রিভিউ।
গোল টেবিল-এ বিভিন্ন বন্ধুরা পাঠিয়েছেন এই বছরের শারদীয়া গুলির রিভিউ।
আর মগজাস্ত্র তো রয়েছেই। বাব্বা এত কিছু! ভাবছি কোনও কিছু মিস করে গেলাম না তো? আমি মিস করে গেলেও তোমরা কিন্তু মোটেই কোর না। তাড়াতাড়ি পড়তে শুরু করে দাও। আর আমাদের জানাও কেমন লাগল। মেলা বকবক করলাম। আর দুটো কথা বলব।
নতুন বছরে সবাইকে ভালো রেখো। দুঃখ দিও না কাউকে। পারলে অন্যের চোখের জল মোছার চেষ্টা কোরো।
"এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, এবং ভালোবেসে দাঁড়াও
মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও"
ভালো থেক বন্ধুরা।
ইতি,
জিনি
---------
No comments:
Post a Comment